সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বেনাপোল সীমান্তে ২১ ফেব্রুয়ারিতে চিত্র অংকন ও কবিতা প্রতিযোগীতা

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
এবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল সীমান্তের শুন্যরেখায় দুই বাংলার মিলনমেলা না হলেও এবার বাংলায় চিত্র অংকন ও কবিতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

২১’ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে এ
প্রতিযোগীতার আয়োজন করেন প্রভাতি সংঘের অঙ্গ সংগঠন বেনাপোল সরগম সংগীত একাডেমী ও পাঠাগার।

প্রতিযোগীতায় অংশ নেয় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও গাজিপুর মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বেনাপোল সরগম সংগীত এ্যাকাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, সীমান্তের শুন্যরেখায় দুই দেশের ২১ উৎযাপন না হলেও বেনাপোল চেকপোষ্টে ছোট পরিসরে সরগম সংগীত একাডেমি ও পাঠাগার নানান কর্মসুচী নিয়ে ২১ আয়োজন করেছে। সকালে বেনাপোলের বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের পাশাপাশি সরগম সংগীত একাডেমির সদস্যরা বেনাপোল হাইস্কুল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সরগম সংগীত একাডেমি চেকপোষ্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাষা দিবসের উপর চিত্র অঙ্কন, কবিতা প্রতিযোগীতা ও দেশত্ববোধক সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিজয়ী মধ্যে পুরষ্কার বিতরন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

দুই দেশের যৌথ ২১ উৎসব না হওয়ার বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, দেশে ফ্যাসিস সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলা হচ্ছে না। তবে সীমান্ত অঞ্চল শার্শা ও বেনাপোলে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা,কর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে আশা করছি পুনরায় দুই দেশের মধ্যে ২১ উৎসবের আয়োজন করা হবে জানান তিনি।

বেনাপোল সরগম সংগীত একাডেমীর সাংগঠনিক সম্পাদক আজিজুল হক জানান, ২০০২ সালে প্রথম বেনাপোল শুণ্যরেখায় ভারত-বাংলাদেশ যৌথ ২১ আয়োজন করেছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতি সংগঠন বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ভারতের পশ্চিমবঙ্গের ২১ উৎযাপন কমিটি। কালের বিবর্তনে পরে এটি বিভিন্ন রাজনৈতিক সংগঠন পালন করে। তবে এবার যখন সীমান্তে দুই বাংলার মিলন মেলা হচ্ছেনা ঠিক তখনি আবারো ঐতিহ্য ধরে রাখতে সেই সরগম সংগীত একাডেমি স্বল্প পরিসরে বাংলাদেশ অংশে চেকপোষ্টে সামাজিক,রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে আয়োজন করে ভাষা দিবস।



Our Like Page