শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

ব্রহ্মপুত্র নদে ৪ শিশু নিখোঁজের ঘটনায় ৩ মরদেহ উদ্ধার

মোঃ শাহানুর ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪ জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ জন মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজ চার শিশু ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে। বারবার মূর্ছা যাচ্ছে নিহতের বাবা মা ও স্বজনরা।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর ৪ জন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। পানির স্রোতে ভেসে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কবিরুল ইসলাম জানায়, সকালে আতিক হাসান নামের এক শিশু ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসতে দেখে সেখানকার স্থানীয়রা একজনকে উদ্দার করেছে। আরেকজন মোল্লাপাড়া এলাকায় উদ্ধার হয়। তবে এখনও আঁখিমনি নিখোঁজ রয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের এক কর্মী জানায়, তারা খবর পেয়ে রাতে আসতে না পেরে সকাল ৬টার দিকে এসে জানতে পারেন একজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তারা উদ্ধার কাজে নামেন। এরমধ্যে চিলমারীর রানিগঞ্জ বেড়িবাঁধের কাছ থেকে জুয়েল রানা ও মোল্লারহাট এলাকা থেকে নাজমুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেছে সেখানকার স্থানীয়রা। আরেকটি মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Our Like Page