শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বারসহ গ্রেপ্তার- ১

গাজী হাবিব, সাতক্ষীরা:
ভারতে পাচারকালে দুটি স্বর্নের বার সহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

রবিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো: তজিবুর রহমান(৪৩)। সে সদর উপজেলার সাতানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক রবিবার বেলা আড়াইটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভারতে স্বর্ন পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে রবিবার দুপুর আড়াইটার সময় অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির প্যান্টের সাথে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় দুটি স্বর্নের বার ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ৫৪৩ গ্রাম। স্বর্ন ও মোটরসাইকেল সহ জব্দকৃত সরঞ্জামের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।



Our Like Page