শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

ভারতে পালানোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নামে বিষ্ফোরকসহ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে দালাল চক্রের মাধ্যমে ভারতে পালানোর চেষ্টা করছিল এই যুবলীগ নেতা। তবে এই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা থাকলেও ইমিগ্রেশন পুলিশের খাতায় তাকে কালো তালিকার আসামী হিসাবে ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করা ছিলনা।

গ্রেফতারকৃত যুবলীগ নেতার বাড়ি গাইবান্দার গবিন্দগঞ্জ থানায় বিষ্ফোরন আইনে তার নামে মামলা রয়েছে।

এদিকে ভারতে পালানোর সময় বেনাপোল থেকে গত ৮ মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যাসহ ক্ষমতার অপব্যবহারকারী বিভিন্ন মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও বিজিবি সদস্যরা।

গ্রেফকৃতরা সবাই আ,লীগের নেতা,কর্মী ও ৫ আগষ্টের পর এদের নামে বিভিন্ন মামলা হয়েছিলো।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহিম খলিল জানান, জামিল আহম্মেদ নামে ঐ পাসপোর্টধারী ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তার আচারন সন্দেহ জনক হয়। এসময় প্রথমে সে মামলার বিষয়ে অস্বিকার করলেও পরে তথ্য যাচায় করে মামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।তিনি আরো জানান, কালো তালিকায় কোন আসামীরা যাতে পালাতে না পারে ইমিগ্রেশন পুলিশ সতর্ক থেকে কাজ করছে।



Our Like Page