শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

ভারত থেকে দেশে ফিরলেন পাঁচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
ভারতে পাঁচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম দেশে ফিরেছেন। সোমবার বিকেলে ভারতের হরিদাসপুর বর্ডার দিয়ে ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এবং বিএসএফের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রাপ্ত এক্সিট পারমিটের মাধ্যমে নিজ দেশে ফেরার অনুমতি পান। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে হরিদাসপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের কাগজপত্রের বৈধতা যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, দেশে ফেরা সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার গ্রহণ করেছেন।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, সবেদা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একইসাথে তিনি যদি পাঁচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই, তাহলে তাদের সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।



Our Like Page