সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:০১ অপরাহ্ন
এক নজরে :
নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক

মাগুরায় আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার চেয়ে বেনাপোলে মানববন্ধন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
মাগুরার মেয়ে আছিয়ার ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বেনাপোল হাইস্কুলের সামনে সংগঠনটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন। তারা ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবি জানান। পাশাপাশি, দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থাকে আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান সুমন, ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাব্বি হোসেন, টিম মানবতার প্রতিষ্ঠাতা মামুনসহ আরও অনেকে। তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

বক্তব্য ও দাবি: বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই ধরনের অপরাধ বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, ধর্ষণের শিকার নারী ও শিশুদের জন্য মানসিক এবং সামাজিক সহায়তা বৃদ্ধি করা দরকার। একই সঙ্গে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অপরাধীরা পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়।

আইনি ব্যবস্থার জোরদারকরণের আহ্বান: মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ষণের মতো অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি, আইনের ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার পেয়ে না যায়।

শেষে, মানববন্ধনে উপস্থিত সকলে একসঙ্গে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



Our Like Page