শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

মাগুরায় আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার চেয়ে বেনাপোলে মানববন্ধন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
মাগুরার মেয়ে আছিয়ার ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বেনাপোল হাইস্কুলের সামনে সংগঠনটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন। তারা ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবি জানান। পাশাপাশি, দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থাকে আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান সুমন, ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাব্বি হোসেন, টিম মানবতার প্রতিষ্ঠাতা মামুনসহ আরও অনেকে। তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

বক্তব্য ও দাবি: বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই ধরনের অপরাধ বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, ধর্ষণের শিকার নারী ও শিশুদের জন্য মানসিক এবং সামাজিক সহায়তা বৃদ্ধি করা দরকার। একই সঙ্গে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অপরাধীরা পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়।

আইনি ব্যবস্থার জোরদারকরণের আহ্বান: মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ষণের মতো অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি, আইনের ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার পেয়ে না যায়।

শেষে, মানববন্ধনে উপস্থিত সকলে একসঙ্গে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



Our Like Page