শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

মাদক-মানবপাচার রোধে উভয় দেশের তৎপর থাকার সিদ্ধান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের গেদেতে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিএসএফের আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর পৌঁনে ২টায় এ বৈঠক শুরু হয়। বিকেল পৌঁনে ৩টা পর্যন্ত চলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিপরীতে ৩২ বিএসএফ গেদে ক্যাম্পে বিএসএফের আহ্বানে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বিজিওএম এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমার। এ বৈঠকে বিজিবির ১০ জন এবং বিএসএফ’র ১২ জন কর্মকর্তা অংশ নেন।
বিজিবির কর্মকর্তারা গেদে ক্যাম্পে পৌঁছালে বিএসএফ’র সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডার কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও গার্ড সালামি প্রদান করেন। এরপর গেদে বিএসএফ ক্যাম্প কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাৎ এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত বিষয়ক ১৫০ গজের মধ্যে যেকোনো কার্যক্রমে আমাদের বর্ডার গাইডলাইন ১৯৭৫ অনুসরণ করতে হবে এবং সীমান্ত হত্যা জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সীমান্তে মাদক, মানবপাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকতে হবে। তাছাড়াও যে কোন সমস্যার সমাধানে বিওপি এবং কোম্পানি পর্যায় থেকে শুরু করে উর্দ্ধতন মহল পর্যন্ত আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাধান করতে হবে।
এ সময় বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন। পরবর্তীতে একে অপরের মঙ্গল কামনা করে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয়।
বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন অধিনায়ক (৫৮ বিজিবি) লে. কর্নেল আজিজুস শহীদ, সেক্টর জিএসও-২ মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম, ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহাম্মদ প্রমুখ।
বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বিএম আঢ়, ৬৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বিপেন পান্থিরায় ও ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট সুজিত কুমার প্রমুখ।



Our Like Page