শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

মাদরাসায় মারপিট, রাতে গলায় ফাঁস দিয়ে ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে সহপাঠীদের সঙ্গে সাইকেল চালানো নিয়ে মারপিটের ঘটনায় ইসমাইল হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে উপজেলার গুয়াখোলা গ্রামে কল্লোল হোসেনের বাড়ির ভাড়াটিয়ার ঘরে এ ঘটনা ঘটে।
মৃত ইসমাইল হোসেন গুয়াখোলা গ্রামের কামাল হোসেনের ছেলে। সে উপজেলার বুইকারা গ্রামে বাঘাবাড়ি ফয়েজিয়া কওমী মাদরাসার ছাত্র ছিল।
মৃতের মা হাসনা বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাড়ি ফেরে ইসমাইল। এসময় সে আমাকে বলে, তার সহপাঠী আবু হুরাইরা সাইকেল চালানো নিয়ে তাকে মারপিট করেছে। এই মারপিটের বিচার করতে হবে। বন্ধুদের সঙ্গে মারপিটের বিচার আমি কি করে করব এ কথা বলার পর সে ঘরের ভেতরে চলে যায়। কিছু সময় পর ঘরে গিয়ে দেখি জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইসমাইল ঝুলে রয়েছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই মাদরাসাছাত্র ইসমাইলের মৃত্যু হয়েছিল। প্রাথমিক তদন্তে মনে হয়েছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা হয়েছে।’
বাঘাবাড়ি ফয়েজিয়া কওমী মাদরাসার পরিচালক হাফেজ মনির হোসেন বলেন, ‘ইসমাইল হোসেনের সঙ্গে সাইকেল নিয়ে সহপাঠীর মারপিটের বিষয় সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত মাদরাসাছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন।’



Our Like Page