দক্ষিণ বাংলা ডেস্ক :
বিগত সাড়ে পনেরটি বছর দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল হাসিনা সরকার। গুম, খুন ছিল নিত্যদিনের ঘটনা। বিচারবিভাগ, প্রশাসনিক বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠান ছিল সেই মাফিয়াদের হাতে জিম্মি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সেই মাফিয়াতন্ত্রের ইতিহাস রচিত হয়েছে।
সে ইতিহাস জাতিকে যাতে কেউ ভুলিয়ে দিতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসেবে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত সেই প্রদর্শনী পরিদর্শন করেন সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।