শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

মোংলায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট : অংশ নিয়েছেন ৮৮জন দাবারু

মোঃ এনামুল হক, মোংলা থেকে :
কৌশল আর বুদ্ধিমত্তার খেলা দাবা। খেলার উপকরণ সহজলভ্য হওয়ায় যে কেউ দাবা খেলায় অংশ নিতে পারেন। বাংলাদেশে সব বয়সই মানুষরই খেলাটির প্রতি ঝোঁক রয়েছে। বলা হয় এই খেলা হলো মনোযোগের খেলা। কেউ যদি মনোযোগ হারায় জেতা ম্যাচও হেরে যাওয়ার সম্ভবনা থাকে। আর যদি দাবা খেলে গ্রাউন্ডমাষ্টার হতে চান তাহলে তো গভীর মনোযোগের বিকল্প নাই। শুধুমাত্র বিনোদনের জন্য নয়, অনেক আগে থেকে বাংলাদেশে দাবারুরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেন।

এরই ধারাবাহিকতায় মোংলায় শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। শেহলাবুনিয়ার সেন্ট পলস্ ক্যাথলিক চার্চের মিলনায়তনে শুক্রবার (১৮অক্টোবর) থেকে শুরু হয় দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট। ছয় রাউন্ডের এই খেলায় অংশ নিয়েছেন দেশের ২৫জেলার ৮৮জন দাবারু। শনিবার খেলা শেষে বিজয়ীকে দেয়া হবে চ্যাম্পিয়ন ট্রপি সরুপ প্রাইজমানি। বিভিন্ন ধাপে রয়েছে ৫০হাজার টাকা পুরস্কার।

এ্যাসোসিয়েশন অব চের্স প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি মোঃ এনায়েত হোসেন বলেন, এই খেলায় অংশ নিতে পেরে খুশি দাবারুরা। কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে একজন দক্ষ দাবারু তৈরি হলে যুদ্ধের ময়দানের মতো যে কোন কিছুই জয় করাসহ একজন ভালো মানুষ হওয়া সম্ভব।



Our Like Page