রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

মোংলায় ব্যবসায়ীদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময়

মোঃ এনামুল হক, মোংলা থেকে:
মোংলায় মঙ্গলবার শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিংব্যবস্থা রক্ষার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী বাংলাদেশ লিমিটেডের মোংলা শাখার ব্যবস্থাপক মাসুদ বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট মোঃ হোসেন,ব্যবসায়িকদের মধ্যে আর বক্তব্য রাখেন মোঃরাসেল মৃধা,ড্রেস কিং এর মিজানুর রহমান, বাবলু মেরিনের আক্তার হোসেন, ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিনিয়োগ বিভাগের প্রধান মহি উদ্দিন, অফিসার মতিয়ার রহমান, সঞ্চালনা করেন রহমাতুল্লাহ
আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ পল্লী বিনিয়োগে স্বচ্ছতা ও গ্রাহকসেবার মাধ্যমে দেশ ও বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল। যার কারণে বিশে^র সেরা ১০০০ ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ইসলামী ব্যাংক এই মর্যাদা লাভ করে।
এস আলম ২০১৬ইং সালে অবৈধভাবে এই ব্যাংকটির একক নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশী এবং বিদেশী শেয়ারহোল্ডারগণকে হতাশ করে তাদের শেয়ার বিক্রি করে দিতে বাধ্য করেছে। যারা সবাই দুর্নীতিবাজ ও অযোগ্য। তাদের দ্বারাই জনগণের টাকা লুটপাট করে নিয়েছে।
এমতাবস্থায় বর্তমান গভর্নর ও সরকারের কাছে ব্যাংকটির শৃঙ্খলা ফিরিয়ে আনা, তদন্তপূর্বক এস আলমের নামে বেনামে নেয়া ব্যাংকের টাকা উদ্ধারের ব্যবস্থা করা। সৎ ও যোগ্য ব্যাক্তিদেরকে অন্তর্ভুক্ত করে পরিচালনা পর্ষদ শক্তিশালী করা। সেইসাথে আমানতদারীদের আর্থিক নিরাপত্তা প্রদানসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়।



Our Like Page