শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

যশোরবাসীর জন্য নতুন ডিজিটাল যাত্রা: চালু হয়েছে “আমার যশোর” অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
যশোরবাসীর জীবনযাত্রা আরও সহজ ও তথ্যসমৃদ্ধ করতে চালু হয়েছে একটি অনন্য মোবাইল অ্যাপ্লিকেশন – “আমার যশোর”। সবার জন্য উন্মুক্ত হবে এই অ্যাপটি, যার মাধ্যমে যশোরের প্রতিটি মানুষ তাঁদের নিত্যদিনের প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজেই এক ক্লিকে পেয়ে যাবেন।

এটি শুধু একটি অ্যাপ নয়, বরং যশোরের প্রতিটি মানুষ, প্রতিটি গলি আর প্রতিটি গল্পকে একসাথে বেঁধে আনার একটি ডিজিটাল উদ্যোগ।

🔍 অ্যাপে যা থাকছে:
“আমার যশোর” অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিচের সেবাগুলো পেতে পারবেন:

স্বাস্থ্যসেবা: স্থানীয় হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারের তথ্য

নিত্যদিনের সংবাদ ও আপডেট

কমিউনিটি ফোরাম: মতামত, প্রশ্ন ও পরামর্শ বিনিময়

ব্যবসা ও দোকানের তথ্য

ইভেন্ট ও উৎসবের তথ্য

জরুরি নম্বর (হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস)

রক্তদাতা ও ব্লাড ব্যাংক সংযোগ

গাড়ি ভাড়া, অ্যাম্বুলেন্স ও রাইড শেয়ার সার্ভিস

আইনি সহায়তা, চাকরির তথ্য, শিক্ষা প্রতিষ্ঠান

উদ্যোক্তা সংযোগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা

বাসা ভাড়া, রেস্টুরেন্ট, কুরিয়ার, বিয়ের সংযোগ এবং আরও অনেক কিছু

🌟 লক্ষ্য ও উদ্দেশ্য:
অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, “আমার যশোর” অ্যাপের প্রধান লক্ষ্য যশোরকে একটি স্মার্ট, সংযুক্ত ও তথ্যভিত্তিক শহরে রূপান্তর করা। নাগরিকদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি এটি হবে স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য একটি কমিউনিটি প্ল্যাটফর্ম।

📲 এখনই ডাউনলোড করুন:
অ্যাপটি গুগল প্লে-স্টোরে এখনই পাওয়া যাচ্ছে।
🔗 ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mstfzv.amarjashore



Our Like Page