শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

যশোরের অভয়নগরে এইচএম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিলাল মাহিনী :
যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ার ঐতিহ্যবাহী মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলে এইচএম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া সরকারি কলেজ ও মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের দুটি ভেন্যুতে উপজেলার ১১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষার সার্বিক পরিদর্শন করেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রবিউল হাসান, সরকারি বিএল কলেজের সহকারি অধ্যাপক সেবানন্দ চক্রবর্তী, সহকারি অধ্যাপক মো. জোবায়ের হোসেন, গাজীপুর রউফিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার সিনিয়র প্রভাষক কবি ও সাংবাদিক বিলাল হোসেন মাহিনী, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, আব্দুল গাফফার শেখ, রুনা লায়লা, মো. শাহিনুর রহমান, আব্দুল আলিম, মানিক চন্দ্র ধর, মো. জাকারিয়া হোসেন, মো. আকবর হোসেন প্রমুখ।
এইচএম ফাউন্ডেশনের পরিচালক ও মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. বাবুল হাসান জানান, এবারই প্রথম আমরা এই মেধাবৃত্তিটি চালু করেছি, শিক্ষার্থী ও অভিভাবকদের আশানুরূপ সাড়া পেয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুলের একাডেমিক এ্যাডভাইজার অচিন্ত্য কুমার সাহা মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করায় আগামিতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page