শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

যশোরের শার্শায় ছুরিকাঘাতে নিহত সবুজ হত্যার ৯ ঘন্টার মধ্যে প্রধান আসামী সোহেল রানা আটক

মোঃ মাসুদুর রহমান শেখ , বেনাপোল :
যশোরের শার্শায় ছুরিকাঘাতে নিহত সবুজ হত্যার ৯ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামী সোহেল রানা (২৮) আটক হয়েছে। এসময় উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫জুন) ভোরে তাকে শার্শা থানার জামতলা-টেংরা হাইস্কুলের সামনে থেকে আটক করেছেন শার্শা থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনার ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামী আটক হওয়ায় পুলিশের কাজের প্রতি স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনতা।

আটককৃত সোহেল রানা যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের রমজান শেখের ছেলে।

পুলিশ জানিয়েছেন, বুধবার (৪জুন) রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত নেহা পেট্রোল পাম্প সংলগ্ন নাভারণের দক্ষিণ বুরুজবাগান গামী একটি মাটির রাস্তায় সবুজ, রাজু ও কালু নামের তিন যুবক মাঠে তাদের কলাবাগান পাহারা দিচ্ছিলো। এমন সময় ওই পথদিয়ে সোহেল ও আল আমিন নামে দুই যুবক মাদক(ইয়াবা) বহন করে যাচ্ছিলো। সেসময় সবুজ নামের যুবকটি তাদের গায়ে টচলাইট মেরে দাড়াতে বলে এবং পরিচয় জানতে চাই। তাতে ক্ষিপ্ত হয়ে তারা দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলাম ছেলে নুরুন্নবী ওরফে বাবুর লোক পরিচয় দেয় এবং বাবুকে ফোন কল দিতে গেলে তৎক্ষনাৎ সবুজ নামের যুবকটি তার ফোন কেড়ে নেয়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে ঘাতক সোহেল তার হাতে থাকা ছুরি দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে। এসময় সবুজ নামের যুবকি প্রতিরোধ করতে গেলে তাকেও উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এসময় কালু নামের যুবকটির আত্মচিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নাভারণে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।

নিহত সবুজ (২২) যশোর জেলার শার্শা থানার যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

এ বিষয়ে শার্শার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সবুজ নিহতের ঘটনার ৯ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামী সোহেল রানাকে জাতলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে সবুজ হত্যার কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

পরে, তাকে শার্শা থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। একইসাথে অপর পলাতক আসামী আল-আমিনকে আটকের চেষ্টা অব্যাহতভাবে চলছে বলে জানান তিনি।



Our Like Page