 
						
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শায় বেতনা নদীর পাড়ের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে নিজামপুর ইউনিয়নের কেরালখালি গ্রাম সংলগ্ন বেতনা নদীর পাড়ের ঝোপ থেকে এ ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় এক কৃষক ঝোপের ভেতর লাল কসটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে বিষয়টি গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, উদ্ধার করা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো সেখানে ফেলে গিয়েছিল।
তিনি আরও বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।