রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

যশোরের শার্শায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শায় পৃথক অভিযান পরিচালনা করে শিমুল হোসেন(৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামী ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুল্লাহ(২১) এবং ইবাদুল ইসলাম(৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(৯ মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার(৮ মে) রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক শিমুল হোসেন শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মোবারক হোসেনের ছেলে,হাবিবুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও ইবাদুল ইসলাম টেংরা গ্রামের আতাল হকের ছেলে।

পুলিশ জানায়,পলাতক আসামী এলাকায় এসে ঘোরাঘুরি করছে এমন খবরে বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী শিমুলকে আটক করা হয়।

এদিকে,মাদক পাচারের গোপন খবরে,থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজ এর সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে ১০ পিস ইয়ারা ট্যাবলেট সহ আটক করেন।

অপারদিকে,থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন ফোর্সসহ জামতলা টু বালুন্ডা রোডে টেংরা মাদ্রাসা মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবাদুলকে আটক করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।



Our Like Page