মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শাথানার গোড়পাড়া এলাকায় পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার গোড়পাড়ার কলোনী পাড়ার মৃত আরশাদ আলীর ছেলে হোসেন আলী (৬৭)।
শনিবার ( ৬ আগস্ট) পুলিশ জানায় শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার ০৫/০৯/২০২৫ সন্ধ্যা সময় শার্শা থানাধীন সোনানাদীয় সাকিনস্থ গোড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ গোড়পাড়ার নৈশ প্রহরীরকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান,আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে গোড়পাড়া বাজারে নৈশ প্রহরীর ডিউটির আড়ালে সু-কৌশলে দীর্ঘদিন ধরিয়া ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।