যশোর প্রতিনিধি :
যশোরের ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় ব্যাটারিচালিত অটো রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মনিরা খাতুন (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের এনামুল হকের স্ত্রী।
জানা গেছে, ২২ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মনিরা খাতুন স্বামীর বাড়ি থেকে চালিত ভ্যানে করে বাবার বাড়ি নালিয়ায় যাচ্ছিলেন। পথে যশোর কোতোয়ালি থানাধীন ফতেপুর ইউনিয়নের চানপাড়া এলাকায় পৌঁছালে চলন্ত ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।