সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

যশোরে ত্রাণের টাকা নিয়ে পালালো এক শিক্ষার্থী

যশোরে বন্যার্তদের ত্রাণের এক লাখ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে জান্নাতুল ফেরদৌস চৌতি সাহারা নামে এক শিক্ষার্থী।মঙ্গলবার (৩ সেপ্টম্বর) যশোর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেছে অপর এক শিক্ষার্থী ইয়াছিন আরাফাত।শিক্ষার্থী ইয়াছিন আরাফাত অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় আমার যশোর সচেতন নাগরিক বা বন্যার্তদের সাহাযোগিতার জন্য যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে কলেজের ছাত্রছাত্রীরা মিলে সাহায্য তুলতে শুরু করি। ইতোমধ্যে আমরা বন্যার্তদের টাকা দেয়ার জন্য ছাত্রছাত্রী মিলে এক লাখ ৬৫ হাজার টাকা কালেকশন করি। এ টাকা খড়কী সার্কিট হাউজ পাড়ার ইব্রাহিম বাবুর মেয়ে জান্নাতুল ফেরদৌস চৌতি সাহারা কাছে রক্ষিত ছিলো। ওই টাকা আমাদের কাছে বুঝিয়ে না দিয়ে সকলের অগচোরে রবিবার ঢাকায় চলে গেছে। তার বাড়িতে গেলে পরিবারের লোকজন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস চৌতি সাহারার বিষয়ে সঠিক তথ্য দেয়নি বরং আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয়ভীতি দেখাচ্ছে। এ টাকা উদ্ধারে ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান তিনি।অভিযোগে বিষয়ে জান্নাতুল ফেরদৌস চৌতি ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার ত্রাণের টাকা আত্মসাৎ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।উল্লেখ্য, পালিয়ে যাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস চৌতি সাহারা শহরের এক শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সে খড়কী সার্কিট হাউস পাড়ার ইব্রাহিম বাবুর মেয়ে।



Our Like Page