রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

যশোরে প্রতিপক্ষের হাতুড়িপেটায় আহত সন্ত্রাসী সাগরের মৃত্যু

দক্ষিণ বাংলা ডেস্ক:
প্রতিপক্ষের হাতুড়িপেটায় আহত যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার আলোচিত সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগর (৩৫) মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় পৌঁছালে তিনি মারা যান। নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাগর যশোর শহরতলির বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্র জানায়, সাইফুল ইসলাম সাগর এলাকায় সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। ১০-১২ দিন আগে একটি অস্ত্র মামলায় জেলহাজত খেটে বাড়িতে আসেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফোন পেয়ে ভেকুটিয়া বাজারে গেলে এলাকার কিছু দুর্বৃত্ত তার দুই পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘সাগর হত্যায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।’



Our Like Page