যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে কোদালিয়া বাজার ও তারাগজ্ঞ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬ টি স্বর্ণবারসহ ৩ জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন,মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩),যশোর জেলার কোতায়ালী থানার বারান্দিপাড়ার নুর মোহাম্মদের ছেলে জাহিদ হাসান (২৬),যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
বৃহস্পতিবার ( ২৮ আগস্ট) দুপুরে বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬ পিচ স্বর্ণবার এবং ৫ পিচ মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তিদের ম্যানিব্যাগ ও কোমরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।
তারা আরোও জানায় ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭,৮৯,৫৩,৮৬৮/-(সাত কোটি উননব্বই লক্ষ তিপান্ন হাজার আটশত আটষট্টি) টাকা ও ৫পিচ মোবাইল এর মূল্য ৬৪০০০/- (চৌষট্টি হাজার) টাকা, ভারতীয় ৪০ রুপি (৫০ টাকা) এবং নগদ ৩৫,৩২০/- টাকাসহ।
সর্বমোট আনুমানিক সিজার মূল্য প্রায় ০৮ কোটি টাকা (৭,৯০,৫৩,২৩৮/- টাকা)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।আটককৃত স্বর্ণ যথাযথ আইন ও বিধিমালা মোতাবেক সরকারী কোষাগারে জমা হবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।