শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

যশোরে বিজিবির অভিযানে ৫ পিচ স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর মুড়লী মোড় বাস স্টার্ড এলাকায় বিজিবির অভিযানে ৫ পিচ স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামী হলেন,ঢাকা জেলার গেন্ডারিয়া উপজেলার শ্যামপুর থানার সাইজদ্দিন রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (২৬)।

বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) ভোর ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে যশোরের কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে এক জন আসামীসহ ৬৯৭ গ্রাম ওজনের ৫ পিচ স্বর্ণেরবার, ১টি মোবাইল এবং ১টি পাওয়ার ব্যাংক আটক করে।

আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল।

আটককৃত স্বর্ণের মূল্য ১,১১,১১,৫৭৪/- (এক কোটি এগার লক্ষ এগার হাজার পাঁচশত চুয়াত্তর) টাকা, ০১টি মোবাইল এর মূল্য ৬৫,০০০/- (পঁয়ষট্টি হাজার) টাকা, ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) এবং নগদ ১,৯০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,১১,৭৯,৯৭৪/- (এক কোটি এগার লক্ষ ঊনআশি হাজার নয়শত চুয়াত্তর) টাকা।

এ ব্যাপারে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী,জানান,গত ০৩ মাস যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।



Our Like Page