শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে জনতার ঢল

যশোর প্রতিনিধি :
যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে জনতার ঢল নেমেছিল। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যশোর ঈদগাহ মোড়ের সমাবেশস্থলে জড়ো হন। এতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দিনভর সৃষ্টি হয় নজিরবিহীন যানজট।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসরা আজ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এখনই যদি আমরা সচেতন না হই, তবে গণতন্ত্র চিরতরে বিলীন হয়ে যাবে। তাই ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “যুবারা যদি মনে করেন গন্তব্যে পৌঁছে গেছি, তাহলে তা হবে বড় ভুল। শেখ হাসিনাকে সরানো গেলেও হারানো গণতন্ত্র এখনো ফেরত আসেনি। তাই শপথ নিতে হবে—গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, মাহফুজুল ইসলাম টিপু, আনিসুর রহমানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।



Our Like Page