শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

যশোরে স্বর্ণ পাচারকালে দুইজন আটক, জব্দ ৯৭০ গ্রাম স্বর্ণ

যশোর প্রতিনিধি:
যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ৮টি স্বর্ণের বারসহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি ব্যাগসহ দুইজন সন্দেহভাজনকে আটক করে। তল্লাশির একপর্যায়ে তাদের ব্যাগ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৯৭০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার টাকা।

আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার ঘীবা দক্ষিণ গ্রামের আবু সাঈদ (২৭) এবং মহিনুর রহমান। তাদের কাছ থেকে আরও ৩টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



Our Like Page