যশোর প্রতিনিধি :
যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে তার পরিচিত বন্ধুর বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে (২০)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে সিনেমা হলের স্টাফরা অচেতন অবস্থায় লতাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, লতা এখন আশঙ্কামুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ঐ তরুণী তার এক পরিচিত বন্ধুর সঙ্গে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যান। সেসময় তার স্বল্প পরিচিত বন্ধু লতাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে দেন এবং তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।