সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

যশোর সহ দেশের ৩৫ জেলায় নতুন ডিসি

দক্ষিণ বাংলা ডেস্ক :
যশোর জেলার ডিসি সহ দেশের আরও ৩৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানায়। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মোট ৫৯ জেলায় নতুন ডিসিরা দায়িত্ব পেলেন। গতকাল সিলেটে নতুন ডিসি দেওয়ার একদিন পরই আবার অন্য আরেক কর্মকর্তাকে এই পদে বদলি করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের উপপরিচালক মোঃ আজাহারুল ইসলাম কে যশোর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
আজ যেসব জেলায় নতুন ডিসি পদায়ন করা হলো তার মধ্যে রয়েছে- মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, রাজবাড়ী, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, ‍মুন্সীগঞ্জ, শরিয়তপুর, বাগেরহাট, পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, মেহেরপুর, পঞ্চগড়, যশোর, বরগুনা, নড়াইল, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরিশাল, ঠাকুরগাঁও, নরসিংদী, দিনাজপুর, সিলেট।
সোমবার যে ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় সেই জেলাগুলো হলো- ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।

সোমবার প্রকাশিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। আজ পৃথক প্রজ্ঞাপনে তার জায়গায় সিলেটের ডিসি পদে নতুন করে পদায়ন করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে।



Our Like Page