মাসুদ মাহাতাব, ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ীতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি সাততলা ভবনের ৭ম তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমের মধ্যে হঠাৎ এসি বিস্ফোরণের পর ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের চার সদস্যই দগ্ধ হন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, দুর্ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ধরে যায়। ডাক্তাররা চারজনের অবস্থাকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
তুহিন হোসেন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।