স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ওয়াশিমুল বারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নওয়াপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, অভয়নগর থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, নওয়াপাড়া পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্যসচিব আল মামুন সোহাগ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কাশেম ব্যাপারী, থানা ছাত্রদলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল হোসেন,পৌর যুবদল নেতা ইকবাল হোসেন, থানা যুবদল নেতা রজিবুল ইসলাম, ইমন হোসেনসহ অন্যন্যরা।