হৃদয় আহমেদ, সদরপুর প্রতিনিধি:
সদরপুর উপজেলা জামায়াত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে গণ সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মওলানা মুহাম্মদ বদরুদ্দিন , তিনি বলেন আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে, আমাদের সে বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে। তিনি আরো বলেন সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ৫৭ জন বিডিআরকে হত্যা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল ওহাব, শহীদ আব্দুল কাদের মোল্লা সুযোগ্য সন্তান জনাব হাসান মওদুদ, ফরিদপুর জেলা শাখার অফিস সেক্রেটারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ফরিদপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল হুদা এবং সদরপুর উপজেলা জামায়াত ইসলামের কর্মী এবং ছাত্রশিবিরের কর্মী জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা আমির মোঃ দেলোয়ার হোসেন।