স্টাফ রিপোর্টার : রাষ্ট্রয়াত্ব পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ রাজঘাট শিল্পাঞ্চল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে জে জে আই মিল সংলগ্ন মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন শমসের আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সংগ্রামী যুগ্ন আহবায়ক মোজাম্মেল হোসেন, আর উপস্থিত ছিলেন বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলেনের নেতা ও শ্রমিক নেতা আলামিন, জে জে আই মিলের সি বি এ সাবেক সহ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, জে জে আই সিবিএ সাবেক সভাপতি মুজিবুর রহমান, কার্পেটিং জুট মিলের জামাল হোসেন, শরিফুল ইসলাম, জিল্লুর রহমান, খোকন জুমাদ্দার, সবায় সঞ্চালনা করেন শামস সারফিন শ্যামন।