সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
এক নজরে :
নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক

রুপান্তর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের নিন্দা

মাসুদুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
দেশের বহুল প্রচারিত দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নিজস্ব প্রতিবেদক জনাব, এম. এইচ উজ্জলের বিরুদ্ধে যশোর আদালতে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকালে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বেনাপোলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক, সহসভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক আইয়ু্ব হোসেন, সদস্য সচিব শাহিদুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান।

রুপান্তর প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,বাংলানিউজের জিসান আহমেদ রাব্বি, গ্লোবাল টিভির রাসেল ইসলাম,বাংলা টিভির আরিফুল ইসলাম সেন্টু, এশিয়ান টিভির আরিফুল ইসলাম, নাগরিক টেলিভিশনের ওসমান গনি, সাংবাদিক রিপন, রাশেদুজ্জামান,তামিম হোসেন সবুজ, জাকির হোসেন, শাহনেওয়াজ স্বপন, লোকমান হোসেন রাসেল, জসিম উদ্দীন, আকাশ হোসেন সাগর, ইকরামুল হোসেন, এবিএস রনি,সাইবুর রহমান সুমন, মোস্তাফিজুর রহমান রুবেল,শাহাবুদ্দিন আহম্মেদ, মেহেদি মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে বলেন, ‘মামলা দিয়ে কখনো নিজেদের অপকর্ম ঢাকা যাবে না। সব রক্তচক্ষু উপেক্ষা করে একজন সাংবাদিক যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করেন তখনই তাদের গাত্রদাহ শুরু হয়। এরপরই তারা সাংবাদিকদের নানাভাবে হেয় করার জন্য একের পর এক মিথ্যা মামলা ও হুমকি-ধমকি দিতে থাকেন, যা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’
উল্লেখ্য, মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় যশোর শহরতলীর বিরামপুর কালিতলা এলাকার কুখ্যত মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট হোতা আবুল কালাম আজাদ যশোর আদালতে একটি মামলা দায়ের করেন।



Our Like Page