শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

শার্শায় অভিযানে মোহনা ও আখি ফুড’কে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
শার্শা উপজেলার গোগা বাজারে ভোক্তাদের অধিকার রক্ষায় পরিচালিত এক অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।

রবিবার (০৭ জুলাই ২০২৫) জনসাধারণের স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। অভিযানে অংশ নেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর উপ অধিনায়ক মেজর মোঃ রাফাত বিন আলম মুন, সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এবং ক্যাব সদস্য মোঃ আব্দুর রকিব সরদার। এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছেন শার্শা থানার পুলিশের একটি টিম।

অভিযানে ‘মোহনা ফুড’ নামক প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একাধিক ধারায় গুরুতর অভিযোগ ও অনিয়ম পাওয়া যায়। তাতে, ধারা ৪৩ অনুযায়ী অবৈধভাবে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৭০হাজার টাকা, ধারা ৪২ অনুযায়ী খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার করায় এক লক্ষ টাকা, ধারা ৩৭ অনুযায়ী পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ত্রিশ হাজার টাকা মিলে সর্বমোট মোহনা ফুড’ প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

একইসাথে আরেকটি অভিযানে ‘আখি ফুড’ প্রতিষ্ঠানকে ধারা ৪৩ অনুযায়ী অবৈধ খাদ্য প্রস্তুতির অভিযোগে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। স্থানীয় ব্যবসায়ীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে’ যেন তারা আইন মেনে চলেন এবং ভোক্তার সঙ্গে প্রতারণা না করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কার্যক্রমে স্থানীয় সাধারণ জনতা স্বস্তি প্রকাশ করেছে।



Our Like Page