শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
এক নজরে :
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন নওয়াপাড়া মটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন : সভাপতি রবিউল হোসেন-সম্পাদক জিয়াউর রহমান বাগআঁচড়ায় উঠান বৈঠক করলেন মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের প্রবীণ শ্রমিকদের আর্থিক অনুদান দিয়ে বিদায় রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চালু সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামাত একটা রাজনৈতিক দল ” কনো ইসলামিক দল নয়” বললেন বিএপির নেতা নুরুজ্জামান লিটন সাতক্ষীরার কুশখালীতে চৌকিদারের নেতৃত্বে মহিলা মেম্বরের বাড়িতে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাট

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানে,শার্শার ৯নং উলাশী ইউনিয়নের রামপুর ফুটবল একাদশ এর আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নাভারণ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন জামতলা ফুটবল একাদশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় উলাশি ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে,আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হয়।

এবং খেলাটি শুভদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। টানটান উত্তেজনা ম্যাচটি কোন দল গোল না করায়,টাইব্রেকারের মাধ্যমে খেলাটি শেষ হয়। এবং এই টাইব্রেকারে চ্যাম্পিয়ন হন জামতলা ফুটবল একাদশ।

এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দরা, জামতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় তাদের কে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন এবং রানার্স সাফ নাভারণ ফুটবল একাদশ কে একটি খাসি ছাগল তুলে দেওয়া হয়।

উক্ত খেলাটি হাজার হাজার ফুটবল প্রেমীরা উৎসব মকর পরিবেশে মাঠের চারিদিকে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়াদের হাতে টফি তুলে দেওয়া হয়। এবং আমন্ত্রিত অতিথিদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন,ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল,মাদক ছেড়ে খেলাধুলায় আহবান করে এ খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধবংস করে না ওই ব্যাক্তি পুরো পরিবার ধ্বংস করে দেয়। এ ধবংসের হাত থেকে রক্ষা পেতে মাদক ছেড়ে ভাল পথে আসতে হবে। তার জন্য দরকার খেলাধুলার। একজন যুবক যতক্ষন খেলাধুলায় মগ্ন থাকবে,ততক্ষন খারাপ কাজ থেকে সে বিরত থাকবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ বলেন, উপজেলার তরুন ও যুব সমাজকে মাদকের নেশা থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের জন্য খেলাধূলার প্রতি আকৃষ্ট করতে এই টুর্নামেন্টের আয়োজন। এ টুর্ণামেন্ট মাদকাসক্ত অনেক যুবক খেলার প্রতি মনোনিবেশ হবে ও মাদকের ভয়াবহতা নিয়ে যে প্রচার-প্রচারনা হবে তা জানতে পারবে। এছাড়াও এ টুর্ণামেন্টের মাধ্যমে আর্ন্তজাতিক মানের অনেক ফুটবল খেলোয়ার তৈরী হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডঃ কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদশালী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,সহ সভাপতি আব্দুল মজিদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল অফিসার এএসপি মোঃ আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ,বেনাপোল পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন,সহ সভাপতি শামছুর রহমান বিষে,উলাশী ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, যুবদল নেতা লালটু, জাহাঙ্গীর সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত খেলায় উপস্থিত ছিলেন।



Our Like Page