শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।

শুক্রবার ( ২৩ মে) রাত ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতল আমের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সৌরভ মন্ডল গোপালগন্জ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- হাসিব (২০) ও রফিকুল (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ মন্ডল, হাসিব ও রফিকুল তিনজনই বেলতলা আম বাজারে শ্রমিক হিসাবে কাজ করতো। শুক্রবার রাত ১১টার সময় তারা মিন্টুর আমের আড়তের সামনে পাকা রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (ট্রাক) তিনজনকে সজরে ধাক্কা দেয়। এসময় সৌরভ মন্ডলের মাথায় গুরুতর আঘাত পেলে তার মাথা ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকী দুই যুবক হাসিব ও রফিকুল আহত হয়। তাদের দুজনের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। তবে’ এ সময় চালক কৌশলে পালিয়ে গেছে, নিহতের মরদেহের সুরুতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে সুত্র বলছে যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে বেলতলা আম বাজার গড়ে ওঠার কারণে’ ও সড়কে কয়েকটি স্থানে বড় বড় গর্ত হওয়ার কারণে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। যে কারণে সড়কে ছোট বড় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।



Our Like Page