সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
এক নজরে :
শার্শার অগ্রভুলোট সীমান্তে ইছামতী নদীতে ১৬ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কসমেটিক্স সামগ্রী আটক সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
এ মাসের প্রথম সপ্তাহে নান্দনিক আয়োজনের মাধ্যমে শামস্-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের যাশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হবে। এই উপলক্ষে শার্শা উপজেলা অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২ নম্বেবর) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলা কনফারেন্সে
রুমে,উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান এর পরিচালনায়,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শার্শা উপজেলা অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

এ খেলায় আটটি উপজেলাকে দু’টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,এই প্রথমবারের মতো যশোরে আয়োজন হতে যাচ্ছে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। যশোরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,তাকে ধন্যবাদ জানায় তিনি আরও বলেন, একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়,কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম,উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক কুদুস আলী বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক
আহম্মেদ আলী শাহিন,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন।

আরও উপস্থিত ছিলেন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান বাবলু,শার্শা থানার তদন্ত ওসি শাহ আলম,বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ,শার্শা উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুর রাশেদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক,বেনাপোল ইউনিয়ন এর প্রশাসক নাজমুল হাসান,উপজেলা দলিল লেখক এর সভাপতি বুলবুল আহমেদ প্রমুখ।

এ খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানির পাশাপাশি প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি খেলা শেষে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

১৭৮১ সালে প্রতিষ্ঠিত যশোর কালেক্টরেটের ইতিহাসে এ প্রথম জেলা প্রশাসকের উদ্যোগে এমন আয়োজন হতে যাচ্ছে। এই উপলক্ষে দেশের নামকরা ডিজাইনারের তৈরি একটি নান্দনিক ট্রফি প্রস্তুত করা হয়েছে, যাতে রয়েছে ২২ ক্যারেটের দুই ভরি স্বর্ণ। মূল ট্রফির সঙ্গে বিজয়ী দলের জন্য থাকবে রেপ্লিকা ট্রফি ও আড়াই লাখ টাকার চেক পুরস্কার।



Our Like Page