মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের শার্শায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২ টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩ জুন পর্যন্ত।
বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। এ সময় উপজেলা পরিষদের সরকারী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের আওতায় প্রতিদিন ৪০০ জন পরিবারের মাঝে ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হবে। আগামী ২৭/৫/২৫ উপজেলার ১১টি ইউনিয়নে ও বেনাপোল পৌরসভার নির্ধারিত ডিলার পয়েন্টে শুধুমাত্র স্মার্ট টিসিবি কার্ডধারীদের মাঝে টিসিবির মালামাল বিক্রয় হবে।
এছাড়া, নিম্ন আয়ের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ধারী পরিবারের মধ্যেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে বলে জানা সংশ্লিষ্ট কতৃপক্ষ।