 
						
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শায় মোংলা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে চান্দু মিয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে শার্শা-জামতলা সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান্দু মিয়া শার্শা উপজেলার কাজীপাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নাভারণ থেকে ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল। এসময় চান্দু মিয়া রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শার্শা রেলক্রসিং এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের ভাই রাজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, “দুই মাস যেতে না যেতেই শিল্পী ভাইয়ের পর আমার সেজ ভাই, কাজী ইকতারুজ্জামান চান্দু আজ বিকেল চারটার দিকে শার্শা বাজার সংলগ্ন রেললাইনে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সবাই আমার অত্যন্ত সহজ-সরল খ্যাত চান্দু ভাইয়ের জন্য দোয়া করবেন-আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।