শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

শার্শায় ড্যানিসপো হল্যান্ড কোম্পানির আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
যশোরের শার্শায় নেদারল্যান্ডস এর বিশ্ব বিখ্যাত বীজ আলুর কোম্পানী ড্যানিসপো হল্যান্ড এর ডায়মন্ট রোমান্টিকা ও মারিনেল্লা জাতের আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২১ আগষ্ট)সকাল ১১ টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে ওই কোম্পানির আমদানীকারক মুন্সিগঞ্জের টংগীবাড়ীর মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের আয়োজনে ও এনটিভির শার্শা প্রতিনিধি হিরোন আহম্মেদ এবং সাংবাদিক নাজমুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিনের সভাপতিত্বে ও নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদের সঞ্চালনার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ।

তিনি বলেন, ড্যানিসপো হল্যান্ড কোম্পানির ডায়মন্ট, রোমান্টিকা, মারিনেল্লা জাতের জাতের বীজ আলু অধিক ফলনশীল, ভাইরাস মুক্ত ও কোল্ড স্টোরেজ ছাড়াই অনেক দিন সংরক্ষণ করা যায়। এই আলুর জার্মিনেশন অনেক অনেক ভালো, তাই কৃষক ভাইদের প্রতি আমার আহ্বান আপনারা ড্যানিসপো হল্যান্ড কোম্পানির বীজ আলু চাষ করুন এবং কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ

এসময়,শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক চাষী,সার ও বীজ ব্যবসায়ী সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।



Our Like Page