রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
এক নজরে :
তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব : বৃষ্টিতে ভিজে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ

শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন

গাজী হাবিব, সাতক্ষীরা:
শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক কর্মসূচীর আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি লে. সাব্বির আহমেদ, সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সদর উজেলা নির্বাহি অফিসার শোয়াইব আহমাদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে প্রচারের জন্য সাতক্ষীরা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে নারী সমাবেশ, উঠান বৈঠক, চলচিত্র প্রদর্শন, পল্লী সঙ্গীত ও ভ্রাম্যমান নাটকের মাধ্যমে প্রচার করে থাকে।



Our Like Page