শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

শেখ হাসিনা দেশের সম্পাদ লুন্ঠন, গুম হত্যা নির্যাতন ও ভোটাধিকার হরন করেছে -তৃপ্তি

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
২৪ এর গণঅভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী শাসনের রাজনৈতিক দখলদারিত্বের বিরুদ্ধে গণপ্রতিরোধ। রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার, দেশের সম্পদ লুন্ঠন, গুম, হত্যা, নির্যাতন, ভোটাধিকার হরণ ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধ। বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ দৃঢ়ভাবে মোকাবিলা করেছে। অতীতে রাজপথে আন্দোলন করতে গিয়ে আমাদের বহু সহযোদ্ধা গুম, খুন এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই আমরা সবসময় প্রস্তুত ছিলাম। শুধু কোটা আন্দোলনের ৩৬ দিন নয়, বাস্তবতায় আমরা গত ১৭ বছর ধরেই নিপীড়নের বিরুদ্ধে লড়েছি।

বাংলাদেশের মানুষ হাসিনার মত শ্বৈরশাসক আর চায় না। যে নেতা তার দলের কর্মীদের রেখে পালিয়ে যায় আপনারা বলেন সে কেমন নেত্র। সন্তান ফেলে রেখে যদি কোন মা চলে যায় তাহলে সেই মাকে ডাইনি ছাড়া আর কি বলবেন। শার্শার মান্দারতলা ওয়াডের বিএনপির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসাবে কথাগুলো বললেন যশোর ৮৫ শার্শা-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

শনিবার বিকাল ৪ টার সময় শার্শার মান্দারতলায় উঠান বৈঠাকে মফিকুল হাসান তৃপ্তি আরো বলেন, মানুষ বুঝতে শিখেছে জোর করে ক্ষমতা দখল করে মানুষের মন জয় করা যায় না। অত্যাচার দমন পিড়ন এর মাধ্যেমে হয়ত কিছুদিন ধরে রাখা যায় তারপর তার বিস্ফোরন ঘটে। তেমনি বিস্ফোরন ঘটেছে শ্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাই আমি মনে করি জনগনই সকল ক্ষমতার উৎস। তাই জনগনকে ভালবাসতে হবে, তাদের সুখ দুঃখে পাশে থাকতে হবে।এই পাশে থেকে সকলের মতামতের ভিত্তিতে দেশের উন্নয়ন করতে হবে। একটি দেশ যখন উন্নয়ন হয় তখন সেই দেশের মানুষ সুখে শান্তিতে আত্নমর্যদার সাথে জীবন যাপন করতে পারে। আমি বাংলাদেশ জাতিয়াতাবাদি দলের পক্ষ থেকে সকলকে আহবান জানাব আপনারা যে যে দল করেন নিজের ব্যাক্তি স্বার্থ না দেখে আপনারা দেশের স্বার্থ দেখেন। দেশ উন্নয়ন হলে জাতি উন্নয়ন হবে। আমরা সকল অন্যায় অত্যাচার জুলুম নিপিড়ন প্রতিহত করব ঐক্যবদ্ধ ভাবে। কোন অন্যায়কে আর আশ্রয় -প্রশ্রয় দিব না এটাই হোক আমাদের অঙ্গীকার।

আপনারা দেখেছেন বিগত ১৭ টি বছর শার্শার মানুষ ঘরেতে ঘুমাতে পারেনি। ত্রাসের মধ্যে থেকে জীবন যাপন করেছে। এই জনপদের একজন আওয়ামী সংসদ সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে খুন খারাপি করেছে। থানার ওসিকে ক্ষমতাবলে গায়ে হাত তুলেছে । আমরা এরকম রাজনীতি চাই না। আমরা চাই এসব ফ্যাসিসষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ,আসাদুজ্জামান মিঠু, মফিজুর রহমান,আলমামুন বাবলূ শহিদুল ইসলাম, মোনায়েম হোসেন, মোফাজ্জেল হোসেন সুলতান আহমেদ শার্শা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান।



Our Like Page