শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

শ্যামনগরে ৭৫ পিস ইয়াবা ও ৫৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১

গাজী হাবিব, সাতক্ষীরা:

য়াবা ও ৫৫ হাজার ৫০০ নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রাম থেকে তাকে ইয়াবা ও টাকাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম ইসরাফিল গাজী (৬০) । তিনি শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মন্তেজ আলীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মােল্লা জানান, বংশীপুর গ্রামের ইসরাফিল গাজী ও তার ছেলে ফারুক গাজী দীর্ঘদিন ধরে বাড়িততে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছে এমন গােপন খবরের ভিত্তিতে উপপরিদর্শক সজীব আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় ইসরাফিল গাজীকে ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫৫ হাজার ৫০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক গাজী (৩০) পালিয়ে যায়।

এ ঘটনায় উপপরিদর্শক সজীব আহম্মেদ বাদি হয়ে গ্রেপ্তারকৃত ইসরাফিল গাজী ও পলাতক ফারুক গাজীর নাম উল্লেখ করে মাদক আইনে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেছেন। উপপরিদর্শক চন্দন কুমার মণ্ডলকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ইসরাফিলকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানাে হয়েছে।



Our Like Page