দক্ষিণ বাংলা ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণে বিশেষ নির্দেশনা জারি করেছে। এনসিটিবি কর্তৃক প্রেরিত নির্দেশনার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রাপ্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ শেষ করা সম্ভব হবে, তার ভিত্তিতে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিগত কয়েক মাসের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে শিখন কার্যক্রম বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীরা পুরো সিলেবাস শেষ করতে পারেনি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মাউশি শিক্ষার্থীদের সুবিধার্থে নমুনা প্রশ্নপত্র ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে।
প্রধান নির্দেশনাসমূহ:
এই নির্দেশনার উদ্দেশ্য হলো, পরীক্ষার মান বজায় রেখে শিক্ষার্থীদের জন্য একটি সহনশীল ও কার্যকর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। মাউশি’র এ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।।