শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণে নির্দেশনা

দক্ষিণ বাংলা ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণে বিশেষ নির্দেশনা জারি করেছে। এনসিটিবি কর্তৃক প্রেরিত নির্দেশনার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রাপ্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ শেষ করা সম্ভব হবে, তার ভিত্তিতে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিগত কয়েক মাসের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে শিখন কার্যক্রম বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থীরা পুরো সিলেবাস শেষ করতে পারেনি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মাউশি শিক্ষার্থীদের সুবিধার্থে নমুনা প্রশ্নপত্র ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে।

প্রধান নির্দেশনাসমূহ:

  1. সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ: ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য প্রেরিত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে শিখন কার্যক্রম পরিচালনা করা হবে।
  2. প্রশ্নপত্র প্রণয়ন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতার ভিত্তিতে সম্পন্ন করা পাঠ্যসূচির আলোকে নমুনা প্রশ্নপত্র অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে পারবে।
  3. সর্বোচ্চ অগ্রাধিকার: শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে সংক্ষিপ্ত পাঠ্যসূচি যথাসম্ভব শেষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই নির্দেশনার উদ্দেশ্য হলো, পরীক্ষার মান বজায় রেখে শিক্ষার্থীদের জন্য একটি সহনশীল ও কার্যকর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। মাউশি’র এ নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।।



Our Like Page