শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারিদের ফেলে যাওয়া মালামাল জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে এ মাংস ও মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের গহীন অরণ্য থেকে একদল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্ট গার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়।

এ সময় বনবিভাগ ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা নৌকা ফেলে সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভাগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুষঙ্গিক মালামাল জব্দ করেন।

দিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিকদিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
মন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে জেলখানার পথে জামাইমন্দিরে চুরি, শ্বশুরবাড়ি থেকে জেলখানার পথে জামাই
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারিরা সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালান।

এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুষঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।



Our Like Page