শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে মামলা : সাংবাদিক মনি ও গাজী ফারহাদ’র গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সিন্ডিকেটের অন্যতম নেতা মনিরুল ইসলাম মনি এবং তার প্রধান সহযোগী গাজী ফারহাদকে অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার নিউমার্কেট মোড়ে বেসরকারী স্বাস্থ্যসেবা ও জেলা ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষ ীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি ্ও কালবেলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হাবিবুল বাসার (গাজী ফারহাদ)কে গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন, জেলা শহরের প্রত্যেকটা ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এই দুই চিহ্নিত চাঁদাবাজ ও তাদের সিন্ডিকেট সদস্যরা নিয়মিত চাঁদা নিয়ে আসে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে। শুধু তাই নয়, জেলার প্রত্যেকটা সরকারী বা বেসরকারী অফিসে গিয়ে এই সিন্ডিকেটটি চাঁদাবাজি করে। যা এই শহরের প্রত্যেকটা মানুষ জানে। রমজানের আগে এই শহরে ঘটে যাওয়া কাচ্চি ডাইন কান্ড সবারই জানা। নারী দিয়ে ব্লাকমেইলিং করে এই সিন্ডিকেটের বাহিনী প্রধান মনিরুল ইসলাম নিরীহ ব্যক্তিদের আর্থিক হয়রানী করেছে।

বক্তারা আরো বলেন, এই জেলা শহরে প্রায় তিন শতাধিক সাংবাদিক বিভিন্ন মাধ্যমে কর্মরত। কিন্তু এই মনি-ফারহাদ সিন্ডিকেটের বাইরের কোন সাংবাদিককে তো কেউ চাঁদাবাজ বলেনা। এরা এই শহর তথা জেলায় চিহ্নিত হয়ে গেছে। এদের নামে কেউ মামলা করতে সাহস পেত না। ওদের বিরুদ্ধে কেউ কোন কথা বললে তাকে বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে ফাসিয়ে দেয়। প্রশাসনের কাছে দাবী, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি ও কালবেলা’র হাবিবুল বাশার ফারহাদের জন্য প্রকৃত সাংবাদিকরাও অপমানিত হচ্ছেন। তারা এই মহান পেশাকে কলঙ্কিত করেছে। চাঁদাবাজির কারণে তাদের দুই জনের নামে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে হবে।
মানববন্ধনে সাতক্ষীরা ট্রমা সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা কাজী নাজমুল আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেসরকারী স্বাস্থ্যসেবা ও জেলা ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সহ সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক সিদ্দীকুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।



Our Like Page