শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

সাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসী কোপা মাসুদ দুই সহযোগীসহ গ্রেপ্তার

গাজী হাবিব, সাতক্ষীরা:
যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরার চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাঁকে তার দুই সহযোগী- শেখ বাদশা ও জুয়েল রানাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি ও মাদকদ্রব্য জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, বহুদিন ধরে কোপা মাসুদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে সন্ত্রাসী দল প্রায়ই প্রকাশ্যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দিত এবং দোকানপাট, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে রাখত। এর ফলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। তাদের গ্রেপ্তারের খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তাঁর দুই সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ব্রহ্মরাজপুর বাজারে অভিযান চালিয়ে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া চাপাতি ও মাদকদ্রব্য প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় অন্তত পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া তাঁর নামে একাধিক অভিযোগ তদন্তাধীন আছে। গ্রেপ্তারের পর সেনা ক্যাম্পে রাখা হয় তাদের, পরে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে থানায় হস্তান্তর করা হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা আশা প্রকাশ করেছেন, কুখ্যাত কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার এলাকার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।



Our Like Page