শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ও বৃক্ষ মেলা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় বৃক্ষ মেলা ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি এবং জেলা মৎস্য অফিসের স্ব স্ব উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় বৃক্ষ মেলা ও বেলা ১১ টায় মৎস্য সপ্তাহের উভয় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পৃথকভাবে অনুষ্ঠিত উভয় সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, শ্রীম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন (সেব) খুলনাঞ্চলের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ আওছাফুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সুশীলন এর প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস দেবু, জেলা নার্সারি সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এম এ হান্নান খানসহ পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের অংশগ্রহণে এই আয়োজনকে সফল করতে হবে।

সভায় বক্তারা গাছ লাগানোর গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং টেকসই বন ব্যবস্থাপনার ওপর আলোকপাত করেন। সভা শেষে বৃক্ষ মেলার প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আগামী ২২-২৮ জুলাই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধনের সিদ্ধান্তসহ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সবার সহযোগিতা কমনা এবং ৭ দিনব্যাপী কর্মসূচির কার্যক্রম চূড়ান্ত করা হয় এবং আগামী ২০ আগস্ট শহীদ আঃ রাজ্জাক পার্কে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।



Our Like Page