শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
এক নজরে :
বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান পালিত বেনাপোল সিমান্ত থেকে চোরাচালানী মালামাল আটক সংসদীয় আসনের সীমানা: খসড়া গেজেটে ক্ষুব্ধ আশাশুনি- শ্যামনগরবাসী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় বোর্ডসেরা ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান বেনাপোল সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক বেনাপোল কাস্টম হাউসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, পরিচয় পত্র বাধ্যতামূলক যশোরে মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে ২ পিচ স্বর্ণবারসহ এক পাচারকারী আটক অভয়নগরে জেলা পরিষদের উদ্যোগে “জুলাই নবজাগরণ” শিকার্থীদের বিভিন্ন কর্মসূচি পালন বেনাপোল বন্দরে চাঁদার অভিযোগে ৪০ আনসার সদস্যকে বদলী

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত-৩

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা- খুলনা হাইওয়ে সড়কের শহরের বিনেরপোতার এড. আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

নিহত আজিজুরের শ্বাশুড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, আমার জামাতা কয়েক বছর যাবৎ আমাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সে তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মোটর সাইকেলে (সাতক্ষীরা-হ-১৬-৭০৯০, প্লাটিনা) তালায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে এর সাতক্ষীরার বিনেরপোতার এড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামি একটি মাটিবহনকারি ট্রাক (ইসিআর) আজিজুরের মটর সাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুর ও দুই যাত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মীর মাহফুজ জানান, মরদেহগুলো হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ চলছে।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক বিশ্বজিৎ সরকার বৃহস্পতিবার দুপুরে জানান, ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ওই তিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।



Our Like Page