শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
এক নজরে :
শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২

সাতক্ষীরায় প্রায় ১৩ কেজি রৌপ্যসহ ৩০ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্তে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিহীন ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রৌপ্যসহ ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

শনিবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআইপি এনসিও হাবিলদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উত্তর ভাদিয়ালী থেকে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা উদ্ধার করে। এসময় রৌপ্য বহনকারী চোরাকারবারী পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় রূপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করে । যার আনুমানিক মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

অপর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা বিওপির সদস্যরা ৪৬ হাজার ৩শত টাকা মূল্যের ভারতীয় মোবাইল ও সাবান, তলুইগাছা বিওপির সদস্যরা ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপির সদস্যরা ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। যার মোট মূল্য ধরা হয় ২ লাখ ৭৬ হাজার ৩ শত টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধারকৃত ভারতীয় রূপা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page