শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু, আহত আরো এক নারী শ্রমিক

গাজী হাবিব, সাতক্ষীরা:

আকস্মিক বজ্রপাতে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন নারী শ্রমিক।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমিত্তভান অ্যারো (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত নারীর নাম খুকুমনি (৪৭)। সে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। বর্তমানে খুকুমণি প্রাথমিক চিকিৎসার পর সুস্থ্য আছেন।

ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, দুই কন্যা সন্তানের জননী আমিত্তভান সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচন্ড মেঘ হয়। খুকুমণিকে সাথে নিয়ে আমিত্ত্যভান দ্রুত এক বোঝা ধান বহনের জন্য মাঠে চলে যায়। শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। তড়িঘড়ি করে লোকালয়ে আসছিলেন তারা। পথিমধ্যে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আমিত্তভানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা খুকুমণি আহত হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, আমিত্তভান ও খুকুমনি শ্রমিক হিসেবে কাজ করেন। সকালে বিলে ধান বহনের জন্য যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই আমিত্তভান। আহত হয় খুকুমনি। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



Our Like Page