শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
এক নজরে :
যশোর সিমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত শার্শায় কৃষি ব্যাংক উদ্ভোধন ও গ্রাহক সেবা আর্থিক স্বাক্ষরতা বিষয়ক সভা অনুষ্ঠিত শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক-১ বেনাপোল চেকপোষ্টে ল্যাগেজ বহির্ভুত পণ্য থাকলে স্পট ট্যাক্সের দাবি যাত্রীদের সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত ২ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে আটক-৪ যশোরের শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ পিচ ফেনসিডিল উদ্ধার সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

সাতক্ষীরায় বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে আলোচনা

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি বেস্ট ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সিবি হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান।

রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট মো. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, জতীয় ক্যান্সার হাসপাতালের ডা. মিজানুর রহমান, ডা. আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা কৃষিবিদ ড. এম এ মাজেদ, প্রফেসর ডা. মো. গোলাম হোসেন, ডা. সুশান্ত কুমার ঘোষ, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম মুকুল, প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ। এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সারের কারণ ও স্তন ক্যান্সারের লক্ষণসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট।

বক্তরা বলেন, বাংলাদেশের প্রতিবছর ১৩ হাজারের বেশি নারীর স্তন ক্যান্সার আক্রান্ত হয়। এর মধ্যে ৬ হাজারের অধিক নারী মারা যান। প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা গেলে ক্যান্সার নির্মূল সম্ভব। তুলনামূলকভাবে সাতক্ষীরা সদরে আক্রান্তের সংখ্যা বেশি। তবে অন্যান্য উপজেলায় সচেতনতা কম থাকায় এটি নির্ণয় করা যায় না। আক্রান্ত রোগী চিকিৎসা খরচ একটু বেশি হওয়ায় অনেকেই পল্লী চিকিৎসকের কাছে সেবা নেন। এতে কোন উন্নতি না হলেও তার চিকিৎসার সময় শেষ হয়ে যায়। নারীরাই চাইলে নিজেই পরীক্ষা করতে পারেন। আক্রান্ত হলে লজ্জাকে উপেক্ষা করে চিকিৎসকের কাছে আসতে হবে। স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার কোন বিকল্প নেই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান মাগফুর রহমান।



Our Like Page